প্রকাশিত: Sat, Dec 17, 2022 4:00 PM
আপডেট: Tue, Apr 29, 2025 2:29 AM

আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রায় মুখর রাজধানী

এম এম লিংকন: মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ। শোভাযাত্রায় বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নিয়েছেন। তাদের হাতে ছিলো পতাকা, ফেস্টুন ও ব্যানার। অনেকে লাল-সবুজের পোশাক পরেছেন। শোভাযাত্রার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে শনিবার বিকেল পৌনে ৪টার দিকে শোভাযাত্রাটি শুরু হয়। এটি শাহবাগ-কাঁটাবন হয়ে এলিফ্যান্ট রোড, সায়েন্স ল্যাব, কলাবাগান, মিরপুর রোড হয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। দুপুর থেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এলাকায় জড়ো হতে শুরু করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেখানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, অ্যাডভোকেট কামরুল ইসলাম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাছিম, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রমুখ। সম্পাদনা: সালেহ্ বিপ্লব